Recent News
-
রংপুর জেলা ডিবি'র অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক
প্রেস রিলিজতারিখ: ২৩/০৬/২০২৫খ্রি:।[Media Cell, District Police Rangpur]রংপুর জেলা ডিবি'র অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটকগত ২২ জুন ২০২৫ খ্রিঃ রাত্রী ২২:১০ ঘটিকার সময় রংপুর জেলা ডিবি'র এসআই/সিব্বির আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপি'র পূর্ব ইচলী মৌজাস্থ সোলার অফিসের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে কাকিনার দিক থেকে আসা একটি ইজিবাইক থেকে একজন মহিলা যাত্রী ডিবি পুলিশের উপস্থিতি দেখে অস্থানে দ্রুত নেমে গেলে এবং তার আচরণ দেখে এসআই/সিব্বিরের সন্দেহ হলে তিনি নারী ডিবি পুলিশের সহায়তায় উক্ত নারী যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদে নারী যাত্রী তার নাম মোছাঃ শিল্পী বেগম (২৫), স্বামী- মোঃ মনজুরুল আহমেদ লিটন, সাং- স্টেশন রোড বাবুপাড়া (২৮নং ওয়ার্ড), থানা- কোতয়ালি আরপিএমপি, জেলা- রংপুর মর্মে জানায়। নারী ডিবি পুলিশের সহায়তায় বিধি মোতাবেক শিল্পী বেগমের দেহ তল্লাশি করে তার হাতে থাকা ছাই রংয়ের ভ্যানিটি ব্যাগের ভিতর হতে ২০ টি পাতায় (২০x১০)=২০০ (দুইশত) পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০১টি পুরাতন বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করেন এবং জব্দকৃত মালামালসহ অভিযুক্ত মোছাঃ শিল্পী বেগম'কে ধৃত করে থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। ধন্যবাদান্তেজেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

